২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে।
বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বছরও ফরম পূরণের আগে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা ফরম পূরণের অন্যতম শর্ত হিসেবে বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।