ছয় বছর পর মুখোমুখি ট্রাম্প ও শি জিনপিং, আলোচনায় শুল্ক ও বৈশ্বিক ইস্যু

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:০৮:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:০৮:০০ পূর্বাহ্ন

দীর্ঘ ছয় বছর পর মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত বৈঠক।

২০১৯ সালে সর্বশেষ দেখা হয়েছিল দুই নেতার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ, প্রযুক্তি প্রতিযোগিতা এবং কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।

এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বাণিজ্যিক শুল্ক, বিরল খনিজ পদার্থের রপ্তানি, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও কৃষিখাতে সহযোগিতা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশ শুল্ক ইস্যুতে আংশিক সমঝোতায় পৌঁছাতে পারে।

এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে বেইজিংয়ের ভূমিকা নিয়ে ওয়াশিংটন নতুন প্রস্তাব তুলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]