প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় এই হামলার ঘটনা ঘটে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এক ভিডিও বার্তায় জানান, “আজ ভোরে রাষ্ট্রপতি ট্রাম্পের নির্দেশে যুদ্ধ বিভাগ মাদক পাচারকারী একটি নৌযানে হামলা চালিয়েছে।”
এর মাত্র একদিন আগে একই এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আরও ১৪ জনের মৃত্যু হয়েছিল।
ওয়াশিংটন সম্প্রতি মাদক বিস্তার রোধে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন ও নৌসেনা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যমতে, গত দুই মাসে মাদকবিরোধী অভিযানে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে।