ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মোসাদের ৫০ এজেন্ট আটক, নিহত ২

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:১০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:১০:৪৬ পূর্বাহ্ন

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মোসাদের হয়ে কাজ করা ৫০ জনেরও বেশি এজেন্টকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। এ সময় গোলাগুলিতে নিহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়, গত দুই সপ্তাহজুড়ে পরিচালিত অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা ভাড়াটে সন্ত্রাসী ও গুপ্তচরদের আটক করা হয়। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে দাবি করা হয়।

এদিকে একইদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, যেগুলো সম্প্রতি ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ দিনব্যাপী যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি এবং স্থানীয়দের কাছ থেকে ক্ষয়ক্ষতি ও পুনর্গঠনের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন মার্কিন সমর্থনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে এখন পর্যন্ত ৯৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]