খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১০:০৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১০:০৪:৩৬ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। নিম্নআয়ের মার্কিনিদের জন্য সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অঙ্গরাজ্যগুলোর দাবি, প্রশাসনের এই সিদ্ধান্ত কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার কোটি দরিদ্র মার্কিন নাগরিক বর্তমানে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (SNAP) বা “ফুড স্ট্যাম্প” সুবিধা পাচ্ছেন। প্রশাসন এ কর্মসূচির অর্থায়ন বন্ধ করতে চাইছে, যা রোধে অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে। তাদের দাবি, সরকার যেন জরুরি তহবিল থেকে প্রায় ৬০০ কোটি ডলার ব্যবহার করে কর্মসূচিটি চালু রাখে।

তবে মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, এই তহবিল প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনের জন্য সংরক্ষিত, তাই সেটি SNAP–এর জন্য ব্যবহার করা হবে না। সংস্থাটি সতর্ক করেছে, নভেম্বরে অর্থ শেষ হয়ে গেলে কর্মসূচিও বন্ধ হয়ে যাবে। এক বিবৃতিতে USDA জানায়, “সহজভাবে বললে, কূপ এখন শূন্য”— অর্থাৎ খাদ্য সহায়তার তহবিল শেষ।

এ পরিস্থিতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দায়-দায়িত্ব নিয়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা ফেডারেল প্রশাসনের শাটডাউনেরও এখনো কোনো সমাধান মেলেনি।

ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে করা মামলায় বলা হয়, জরুরি তহবিল ব্যবহার না করা আইনবিরুদ্ধ, যা কোটি কোটি আমেরিকানের জীবনে বিপর্যয় ডেকে আনবে। তারা যুক্তি দেন, SNAP বন্ধ হয়ে গেলে অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা বাড়বে এবং বিশেষ করে শিশুদের মধ্যে মানসিক ও শারীরিক ক্ষতির আশঙ্কা তৈরি হবে।

মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানসাস, নিউইয়র্ক, ওয়াশিংটন ও উইসকনসিনসহ মোট ২৫টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি।

(সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]