ছয় বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ-চামড়াবন্দর মহাসড়কের উন্নয়ন কাজ, ভোগান্তিতে স্থানীয়রা

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন

প্রকল্প অনুমোদনের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কিশোরগঞ্জ-চামড়াবন্দর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। বিশেষ করে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে চামড়াবন্দর পর্যন্ত অংশে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়ায় পুরো কাজ আটকে আছে। এর ফলে প্রতিদিন ভাঙা রাস্তা ও ধুলাবালির ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সড়কের কিছু স্থানে শুধু মাটি ফেলা বা আংশিক পাকা করা হলেও পুরোপুরি সংস্কার কাজ শুরু হয়নি। বর্ষায় রাস্তা কাদা-পানিতে ডুবে যায়, আর শুকনো মৌসুমে ধুলায় পরিবেশ নষ্ট হচ্ছে। এতে দুর্ঘটনা ও শারীরিক সমস্যা বেড়ে যাচ্ছে।

নিয়ামতপুর এলাকার সাবেক মেম্বার রেনু মিয়া বলেন, “ছয় বছর ধরে কাজের কথা শুনছি, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। বরং রাস্তা আরও খারাপ হয়েছে।” স্থানীয় গৃহিণী অনিমা রানি জানান, “বর্ষায় কাদা আর শুকনো সময়ে ধুলাবালির কারণে বের হওয়াই কষ্টকর। সরকারের তৎপরতা কেবল কথাতেই সীমাবদ্ধ।”

২০১৯ সালে প্রায় ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াবন্দর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ হাতে নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রশস্তকরণ, নতুন সেতু-কালভার্ট নির্মাণ এবং ৮ কিলোমিটার বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে কাজ এগিয়েছে কেবল কিশোরগঞ্জ থেকে নিয়ামতপুর পর্যন্ত অংশে।

সওজ কিশোরগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, “নিয়ামতপুর থেকে চামড়াবন্দর অংশে জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় কাজ শুরু করা যায়নি। সংশোধিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জমি পাওয়া মাত্রই কাজ শুরু করা হবে।” তিনি আশা প্রকাশ করেন, বর্ধিত সময়ের মধ্যেই কিশোরগঞ্জ থেকে নিয়ামতপুর পর্যন্ত অংশের কাজ শেষ করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]