আরপিও’র ২০ অনুচ্ছেদ সংশোধনীর বিরোধিতা বিএনপির, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে চিঠি

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:৩৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:৩৪:৩২ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদে প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতা করেছে বিএনপি। দলটি বিষয়টি নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তারা সংশোধনীকে “গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী” বলে মন্তব্য করেছে।
 

২৫ অক্টোবর পাঠানো ওই চিঠিতে বিএনপি জানায়, জোটভুক্ত দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আগের মতোই বহাল থাকা উচিত। দলটি অভিযোগ করেছে, আগে থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও এখন আরপিওর ২০ অনুচ্ছেদে সংশোধনী আনা হচ্ছে—যা ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’।
 

চিঠিতে বিএনপি উল্লেখ করেছে, তারা পূর্বে স্পষ্ট মত দিয়েছিল যে রাজনৈতিক দল বা জোটের প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো পরিবর্তন আনা উচিত নয়। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত “জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে” শিরোনামের খবরে জানা গেছে, ইসির প্রস্তাবে সেই বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি বলেছে, এই পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনের অধিকার ক্ষুণ্ণ হবে।
 

দলটি আরও জানায়, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে ভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। তাই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই সংশোধনী আনা অনুচিত।
 

চিঠিতে বিএনপি পুনরায় অনুরোধ জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জোটভুক্ত দলগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্বাচন করতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]