খুলনায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণস্বাক্ষর কর্মসূচি

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:১০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:১০:০৫ অপরাহ্ন
জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মসজিদে এ দোয়া মাহফিল হয়।
 
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইমাম, মোয়াজ্জিন, শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
দোয়া মাহফিল শেষে নগরীর হাদিস পার্কে জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
এই কর্মসূচিতে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাক্ষর করেন।
 
ছাত্রনেতারা জানান, মাসজুড়ে জুলাই স্মরণে নানা আয়োজন চলবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]