অনিয়মের অভিযোগে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীদের অবরোধ

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মাদক সেবন, প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক অনিয়ম এবং গেস্টরুমে অধ্যক্ষের অবস্থানসহ নানা অনিয়ম ঘটেছে। এসব অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতেই তারা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন।
 

তবে অধ্যক্ষ আব্দুল আউয়াল অভিযোগ অস্বীকার করে জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। ক্যাম্পাসে যারা মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অন্যান্য শিক্ষকরা মধ্যস্থতা করেন এবং তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]