ভয় বা উদ্বেগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দোয়া

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৫:৫৫ অপরাহ্ন

ভয়, দুশ্চিন্তা বা অজানা আশঙ্কা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব পরিস্থিতিতে সবচেয়ে উত্তম আশ্রয় হলো আল্লাহর স্মরণ ও তাঁর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) ভীতিকর বা অস্থিরতার মুহূর্তে নির্দিষ্ট কিছু দোয়া পড়তে বলেছেন, যা মানুষকে মানসিক প্রশান্তি ও নিরাপত্তা দেয়।
 

ভয় পেলে পড়ার একটি বিশেষ দোয়া হলো—

আরবি:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
 

উচ্চারণ:
“আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন।”
 

অর্থ:
“আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই—তাঁর ক্রোধ থেকে, শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।”
 

হাদিসে বর্ণিত আছে, হজরত আমর ইবনু শুআইব (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বলেন—রাসুলুল্লাহ (সা.) ভীতিকর পরিস্থিতিতে সাহাবিদের এ দোয়া পড়তে নির্দেশ দিতেন। (আবু দাউদ: ৩৮৯৩, তিরমিজি: ৩৫২৮)
 

বিশেষজ্ঞদের মতে, এই দোয়া নিয়মিত পাঠ করলে শয়তানের প্রভাব, ভয় বা মানসিক অস্থিরতা কমে এবং আত্মিক শান্তি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলমানকে ভয় ও অনিশ্চয়তার সময়ে এই দোয়ার মাধ্যমে তাঁর কাছে আশ্রয় প্রার্থনার তাওফিক দান করেন—আমিন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]