বেনাপোল সীমান্তে অস্ত্রসহ আটক এক ব্যক্তি

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১২:২৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১২:২৭:৩৫ অপরাহ্ন
 

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে ২১ বিজিবির দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। আটক আতাউর রহমান যশোরের দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
 

বিজিবি সূত্রে জানা গেছে, সুবেদার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ধান রাখার একটি গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।
 

অভিযান শেষে আটক আতাউর রহমানকে উদ্ধারকৃত অস্ত্রসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]