রাশিয়া হামলা চালালে মস্কো মানচিত্র থেকে মুছে যাবে: বেলজিয়াম প্রতিরক্ষামন্ত্রী

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১২:১০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১২:১০:৫১ অপরাহ্ন

রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা আঘাতে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একইসঙ্গে ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা জোরদারে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেন তিনি।
 

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে। এর আগের দিন বেলজিয়ান দৈনিক ডি মর্গেন-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন, “যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব।”
 

তিনি বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে কিছু সংশয় দেখা দিলেও তা বাস্তবিক কোনো প্রভাব ফেলবে না। “অনেকে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব পোষণ করেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন— যুক্তরাষ্ট্র ন্যাটোর মিত্রদের পাশে থাকবে,” বলেন ফ্রাঙ্কেন।
 

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে কখনোই হেলাফেলা করা উচিত নয়। তার ভাষায়, “রাশিয়া এখন যুদ্ধ অর্থনীতিতে নেমেছে। তাদের গোলাবারুদ উৎপাদন ন্যাটোর মোট উৎপাদনের চেয়ে চারগুণ বেশি।”
 

ফ্রাঙ্কেন আরও বলেন, ইউক্রেনে রাশিয়া সমস্যায় পড়েছে কারণ তারা কার্যত পুরো পশ্চিমা বিশ্বের মুখোমুখি। “ইউক্রেন এখনো টিকে আছে পশ্চিমা অস্ত্র, গোলাবারুদ ও অর্থনৈতিক সহায়তার কারণেই,” মন্তব্য করেন তিনি।
 

ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, রাশিয়া ও চীন যৌথভাবে পশ্চিমাদের চ্যালেঞ্জ করতে পারে। চীন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, যাতে পশ্চিমা দেশগুলো দুর্বল হয়ে পড়ে বলে মনে করেন বেলজিয়ামের এই মন্ত্রী।
 

তিনি আরও জানান, নিকট ভবিষ্যতে রাশিয়া সম্ভবত বাল্টিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সরাসরি আক্রমণ করবে না, কারণ এগুলো ন্যাটো সদস্য দেশ। তবে খুব শিগগিরই ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হবে, যা রাশিয়ার জন্য বড় কৌশলগত চাপ তৈরি করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]