গাজায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে প্রস্তুত মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১২:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১২:০২:১৮ অপরাহ্ন
 

মালয়েশিয়া গাজায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়া ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং অন্যান্য সমমনোভাবাপন্ন দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতেও আগ্রহী।
 

রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের ফাঁকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে আনোয়ার এই অবস্থান জানান। বৈঠকে তিনি ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গাজার ওপর ইসরায়েলি অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঘোষণাকে স্বাগত জানান।
 

প্রধানমন্ত্রী দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, বৈঠকের উদ্দেশ্য ছিল মালয়েশিয়া ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও গভীর করা, বিশেষ করে আসিয়ান–জাতিসংঘ কাঠামোর আওতায়। আনোয়ার জানান, মালয়েশিয়া জাতিসংঘের সংস্কার উদ্যোগ ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’ ও ‘ইউএন৮০ ইনিশিয়েটিভ’-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
 

তিনি আরও বলেন, মালয়েশিয়া আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, যা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ লক্ষ্যে দেশটি ‘কমপ্লিমেন্টারিটিজ ইনিশিয়েটিভ ২.০’ কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে।
 

প্রায় ২০ মিনিটের এই বৈঠকে উভয় নেতা থাইল্যান্ড ও কম্বোডিয়ার শান্তি প্রক্রিয়ায় মালয়েশিয়ার আসিয়ান চেয়ারের ভূমিকা এবং মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এছাড়া বৈশ্বিক জলবায়ু ইস্যু, বিশেষ করে আসন্ন ব্রাজিলের ‘সিওপি৩০’ সম্মেলনের আগে মালয়েশিয়ার ‘এনডিসি ৩.০’ দাখিল পরিকল্পনাও আলোচনায় আসে।
 

বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, “বিশ্ব শান্তি, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মালয়েশিয়া জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]