কুমিল্লার চান্দিনা উপজেলায় এক মাছচাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশপাশের মাছচাষিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার নওয়াবগঞ্জ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন শান্ত কয়েক বছর আগে চান্দিনার ডুমুরিয়া গ্রামে প্রায় ২৪ শতক জায়গার একটি পুকুরে মাছচাষ শুরু করেন। এ মৌসুমে তিনি কার্প, কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প ও পাঙ্গাশসহ প্রায় ১৮ লাখ টাকার মাছ চাষ করেন। আরও তিন মাস পর মাছগুলো বিক্রি করে আনুমানিক ২২ লাখ টাকা আয় হওয়ার কথা ছিল।
জসিম উদ্দিনের অভিযোগ, পাশের জমির মালিক মোস্তফা কামালের আত্মীয় আ. হকের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আ. হক ও তার সহযোগীরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। ঘটনার পর তিনি চান্দিনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জসিমের কর্মচারী কামাল জানান, শনিবার বিকেলে স্থানীয় সাইফুল, জুয়েল, সোহেল, ফারুক ও ফয়সাল তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে রাতে এক অচেনা ব্যক্তিকে পুকুরপাড়ে ঘুরতে দেখা যায়। ভোরে এসে দেখা যায়, পুকুরের মাছ ভেসে উঠছে। বিষয়টি সঙ্গে সঙ্গে মালিককে জানানো হয়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আ. হক বলেন, “ঘটনার সঙ্গে আমার বা আমার পরিবারের কেউ জড়িত নয়। জসিম নিজেই আমার সঙ্গে অশালীন আচরণ করেছে।”
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”