তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে আপিল বিভাগের চতুর্থ দিনের শুনানি মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলছে।
এর আগে, তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতে বলেন, যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল একটি পরিকল্পিত প্রক্রিয়া। তাঁর মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্ত করে দেশে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও যুক্তি দেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো কার্যকর ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। এ প্রেক্ষিতে ড. বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ পাঁচজন আবেদনকারীর পক্ষে আপিল দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ঘোষণা করেছিলেন।