হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পোশাক শিল্পের আমদানি কার্যক্রমে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা কাটিয়ে উঠতে যৌথভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএর পক্ষে মেজর মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৮ অক্টোবর সংঘটিত অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজের আমদানি শেডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় সেখানে থাকা কাঁচামাল ও আমদানি পণ্যের কার্যক্রম ব্যাহত হয়। এ পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রম সচল রাখতে দুই সংগঠন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
যৌথ উদ্যোগের অংশ হিসেবে অস্থায়ীভাবে নবনির্মিত টার্মিনাল-৩ এলাকায় একটি ‘রাব হল’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত পণ্যের নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে বিজিএমইএ একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে রাব হল স্থাপনের কার্যাদেশ দিয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই এর বাস্তবায়ন সম্পন্ন হবে বলে জানিয়েছে।
এর আগে, গত ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিল্পের স্বার্থে আমদানি কার্যক্রম পুনরুদ্ধার ও পণ্যের নিরাপত্তা নিশ্চিতে এই যৌথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ জানায়, সরকারের সহযোগিতায় পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমদানি পণ্যের সুরক্ষা এবং রপ্তানি খাতের স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে সংগঠনটির বিশ্বাস।