পাঁচ বছর পর আবারও আকাশ পথে যুক্ত চীন–ভারত, শুরু সরাসরি ফ্লাইট

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:০২:১৮ অপরাহ্ন
পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে এশিয়ার দুই পরাশক্তি—চীন ও ভারত। রোববার (২৬ অক্টোবর) কলকাতা থেকে গুয়াংজুর উদ্দেশে প্রথম ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এক পোস্টে তিনি লিখেছেন, “চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান সংযোগ এখন বাস্তবতা।” এটি দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনঃউষ্ণ হওয়ার ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।
 
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা–গুয়াংজু রুট চালুর পাশাপাশি আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই–নয়াদিল্লি রুটেও ফ্লাইট চালু হবে, যেখানে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে। বর্তমানে ভারত–হংকং রুটে নিয়মিত ফ্লাইট চললেও মূল ভূখণ্ড চীনের সঙ্গে এটাই প্রথম সরাসরি সংযোগ পুনঃস্থাপন।
 
২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে, যার প্রভাব পড়ে বাণিজ্য ও পর্যটন খাতেও। বিশ্লেষকরা বলছেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের একটি বাস্তব পদক্ষেপ, যা দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর ইঙ্গিত বহন করছে।
 
যদিও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত ইস্যু এখনো অমীমাংসিত, তবুও বিশেষজ্ঞদের মতে এই পুনঃসংযোগ ভবিষ্যতে চীন–ভারত সম্পর্কের বরফ গলানোর সূচনা হতে পারে।
 
সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]