১ নভেম্বর থেকে আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৫২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৫২:২২ অপরাহ্ন
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম শেষ হতে না হতেই আসছে নতুন নিষেধাজ্ঞা। আগামী ১ নভেম্বর থেকে দেশের সব নদী ও সমুদ্র এলাকায় জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞা চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ টানা আট মাস।
 
প্রতিবছরের মতোই এই পদক্ষেপের লক্ষ্য ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই প্রজনন নিশ্চিত করা। এ সময় ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
 
বিশেষজ্ঞরা বলছেন, জাটকা সংরক্ষণকাল ইলিশের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় নদী ও সাগরে নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেলে জাটকা পরিণত হয়ে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হয়, যা পরবর্তী মৌসুমে প্রজনন ও আহরণে ইতিবাচক প্রভাব ফেলে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]