জেলা ঘোষণার দাবিতে ভৈরবে রেল অবরোধ, পাথর নিক্ষেপে আহত যাত্রী

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৯:৫৮ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে জেলা ঘোষণার দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে চলা এ অবরোধে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও ঢাকা–কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
 
অবরোধ চলাকালে বিক্ষুব্ধরা ঢাকা থেকে চট্টগ্রামগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে কয়েকজন যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ জানান, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে পাথর নিক্ষেপের ঘটনায় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। উপকূল এক্সপ্রেস ট্রেনে কতজন যাত্রী আহত হয়েছেন, তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
 
ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
 
এর আগে রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একই দাবিতে আন্দোলনকারীরা ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা–সিলেট মহাসড়ক ও ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ওই দুই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজটে পড়ে শতাধিক যানবাহন ও যাত্রী।
 
অবরোধকারীরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) তারা ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]