নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকও পূর্বের মতো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। সোমবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন। এতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কিছু বক্তব্য গণমাধ্যমে প্রচারের পর উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সরকারের সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ হবে—এমন ধারণা সঠিক নয়। সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে।
উল্লেখ্য, গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের ২৩টি সুপারিশের মধ্যে ১৩টি বাস্তবায়ন করছে সরকার। তিনি জানান, নভেম্বরের মধ্যেই কেবিনেটের কার্যক্রম শেষ হবে বলে পরিকল্পনা করা হয়েছে, তাই সংস্কারমূলক কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করতে হচ্ছে।
তবে সরকারের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, সংস্কার কার্যক্রম কোনো সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয় এবং নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।