রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৫:৫০ অপরাহ্ন

‘এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে রাজশাহীতে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রম শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা সবচেয়ে কার্যকর অস্ত্র। চিকিৎসার পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্ন পরিবেশই পারে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে। এজন্য বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং ফুলের টব, বালতি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা বা নির্মাণাধীন ভবনের গর্তে যেন পানি জমে না থাকে—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
 

তারা আরও বলেন, জমে থাকা পানি তিন দিন পরপর পরিবর্তন করা জরুরি, কারণ অল্প পানিতেই এডিস মশা ডিম পাড়ে। ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্তদের পর্যাপ্ত বিশ্রাম নিতে ও তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ ও ফলের রস গ্রহণের পরামর্শ দেন তারা। একই সঙ্গে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না খাওয়ার আহ্বান জানান এবং দিন-রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ সংগঠনের অন্যান্য চিকিৎসকরা।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]