ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াত আমিরের

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ ঘোষণা দেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের বদনাম দেওয়া হয় জামায়াত নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?”
 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের মানুষ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায়। ক্ষমতায় গেলে সরকার বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে বলেও জানান তিনি।
 

কর্মজীবী নারীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মায়েরা সন্তান জন্ম দেন, লালন-পালন করেন, আবার পেশাজীবীর দায়িত্বও পালন করেন। নারী ও পুরুষের সমান ৮ ঘণ্টা কাজ করা নারীদের প্রতি অবিচার।”
 

তিনি জানান, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি, তবে ৫ ঘণ্টার কর্মঘণ্টা বাস্তবায়নের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]