ফার্মগেট দুর্ঘটনার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১০:২৪:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১০:২৪:২৯ পূর্বাহ্ন

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪০)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে এবং নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে, আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল শুরু হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতের ভাবি আসমা আক্তার জানান, সকালে আবুল কালাম আজাদ ফোনে জানিয়েছিলেন শিগগিরই বাড়ি আসবেন। কিন্তু কিছু ঘণ্টা পরেই তার মৃত্যুর খবর পান। তিনি সুষ্ঠু তদন্ত ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারি সহায়তা কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই ধরনের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল। তখন কোনো হতাহত না হলেও ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]