সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে আহত দুই শতাধিক

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১০:১৯:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১০:১৯:৪৯ পূর্বাহ্ন

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর ওপর থুথু নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে আসেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিম ও পুলিশ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানায়। তাদের অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। অন্যদিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]