হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে সহায়তা দিতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। রোববার সকালে দলটি সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কার্যক্রমের দিক ও পদ্ধতি নিয়ে আলোচনা করে।
বৈঠকে উভয় পক্ষ কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়ে একমত হয়। তুর্কি দলটি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস দেয়, যাতে তদন্ত প্রক্রিয়া আরও দক্ষ ও বৈজ্ঞানিক হয়। বৈঠক শেষে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি তুর্কি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।
তুরস্কের পক্ষ থেকে তদন্ত দলটির নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।