বরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) এবং জাহিদ হাওলাদার (৩৫)। তাদের মধ্যে খোকন খান এখনো পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে গৃহবধূটি ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। পথে ইজিবাইকে ওঠার পর চালক তাকে অন্যত্র নিয়ে যায়। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই বছরের ১২ নভেম্বর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার নারী। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও তদন্ত শেষে আদালত এ রায় দেন।