রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:৫৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:৫৯:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে সায়মা বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, “সায়মা হোসেন নামের এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তারা কুষ্টিয়া থেকে রাজশাহীর পথে রয়েছেন।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]