সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এ আইন পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে, যদিও এর সুযোগ কেউ অপব্যবহার করলে তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।
রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিকদের বেতন ও মজুরি কাঠামো নির্ধারণে সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে বেতন না দিলে তাদের এক্রিডিটেশন ও সরকারি সুবিধা বাতিল করা হবে। তিনি বলেন, এন্ট্রি লেভেলে সাংবাদিকদের জন্য উপযুক্ত বেসিক স্যালারি নির্ধারণ জরুরি—১২ বা ১৫ হাজার টাকার মতো নিম্ন বেতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মাহফুজ আলম আরও জানান, অনলাইন প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যে নেওয়া হবে। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাও হবে বলে জানান তিনি। পাশাপাশি গুজব ও অপতথ্য রোধে সব গণমাধ্যম প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা বজায় রাখতে তথ্য মন্ত্রণালয় একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে। এই কমিশন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের প্রচার ও সার্কুলেশন নিয়ন্ত্রণের পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে, যেখানে সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে না।