অক্টোবরের শেষ ভাগে ঢাকার আকাশ এখনও বৃষ্টিহীন। রোববার (২৬ অক্টোবর) সকালে সূর্য তীব্র তেজ ছড়াচ্ছে, আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শহরবাসী সকাল থেকেই তাপ এবং আর্দ্রতার মধ্যে নিঃশ্বাস ফেলছেন।
আবহাওয়া অধিদফতরের ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজও রাজধানীতে বৃষ্টি হবে না। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক বা ঘন মেঘে ঢাকা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস বয়ে যাবে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রা ৮৮ শতাংশ, যা শহরে ঘামের অস্বস্তি আরও বাড়াচ্ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির কোনো চিহ্ন দেখা যায়নি।
আবহাওয়া অধিদফতরের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় কেবল চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।