বান্দরবানে পাহাড় কেটে মাটি বিক্রি: আলীকদমে এক যুবক গ্রেফতার, এস্কেভেটর জব্দ

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:১৭:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:১৭:৫৫ পূর্বাহ্ন
 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পরিবেশ ধ্বংসের অভিযোগে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মো. ইলিয়াছ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপালং পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরও জব্দ করা হয়।
 

পুলিশ জানায়, রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ইলিয়াছকে হাতেনাতে ধরা হলেও তার সহযোগী মিজান পালিয়ে যায়। তবে তাকেও মামলার আসামি করা হয়েছে।
 

গ্রেফতার ইলিয়াছ স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে। শনিবার বিকেলে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাহাড় কাটা রোধে নজরদারি জোরদার করা হয়েছে।
 

বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বলেন, “পাহাড় কাটার সময় এস্কেভেটরসহ ইলিয়াছকে আটক করা হয়েছে। অভিযানে জড়িত অন্যদের বিরুদ্ধেও মামলা হয়েছে। যারা পরিবেশ ধ্বংসে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

এর আগের রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন বলছে, পাহাড় ধ্বংস ও অবৈধ মাটি বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]