কানাডার পণ্যে আরও ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে প্রচারিত একটি ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
 

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
 

তিনি লিখেছেন, “তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।”
 

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরদিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, যুক্তরাষ্ট্রে প্রচারিত ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনটি সাময়িকভাবে স্থগিত রাখবেন, যদিও সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজ চলাকালে বিজ্ঞাপনটি সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।
 

বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় অনেক পণ্য এই শুল্কের বাইরে রয়েছে। ধাতুতে ৫০ শতাংশ ও অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক কার্যকর আছে। ট্রাম্পের নতুন ঘোষণায় এই হার আরও ১০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]