পাবনায় ট্রাকচাপায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩০:১২ পূর্বাহ্ন
 

পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভ্যানে করে দুই শিক্ষার্থী নিয়ে স্থানীয় একটি স্কুলের পথে যাচ্ছিলেন ভ্যানচালক। বাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে পাবনামুখী বাঁশবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।
 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
 

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]