বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি বিএনপির

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:২০:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি বলেন, “জনগণ আমাদের দায়িত্ব দিলে, দেশের ৯০ ভাগ মুসলমানের ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে নতুন পদ সৃষ্টির ব্যবস্থা করব।”
 

জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি তোলা হয়।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে জাতির মূল্যবোধ দুর্বল করার চেষ্টা হয়েছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই ধর্মীয়, নৈতিক ও সামাজিক শিক্ষা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি, যাতে সমাজ মূল্যবোধের শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।”
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা।
 

চরমোনাই পীর রেজাউল করীম বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত দিতে হবে, নইলে আমরা সম্মিলিত কর্মসূচি দিতে বাধ্য হব।”

মামুনুল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আমরা আপসহীন থাকব; প্রয়োজনে আন্দোলনেও যাব।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]