গবেষণা ও উদ্ভাবনে জোর না দিলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়: জনপ্রশাসন সচিব

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১২:১৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১২:১৩:৩০ পূর্বাহ্ন

বৈষম্যহীন ও সমৃদ্ধ জাতিরাষ্ট্র গঠনে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি বলেছেন, জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নই হতে পারে মূল চালিকা শক্তি।
 

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় সচিব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদেরই নেতৃত্ব দিতে হবে। মেধাবীরা যদি পেশা পরিবর্তন করে বা নিম্নপদের জন্য দাবি জানায়, তবে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং জাতীয় মেধার অপচয়। এজন্য সরকার গবেষণা-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।
 

বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি মেধার প্রতি অবিচার, যা আমাকে ব্যথিত করেছে। ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব যুক্তিসঙ্গত আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।
 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, জাতীয় বেতন কমিশন এসব ইস্যু নিয়ে কাজ করছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়গুলো পে-কমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে।
 

এহছানুল হক বলেন, প্রকৌশলীরা কেবল পেশাগত স্বার্থ নয়, জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দিতে হবে। মাঠপর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তবে দেশ ও জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
 

অনুষ্ঠানে আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। দিনব্যাপী কাউন্সিলের বিভিন্ন অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হয়, যেখানে ৭১টি সাংগঠনিক জেলার প্রতিনিধিরা অংশ নেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]