ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন ঢাকা-২০ আসনের বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি প্রশ্ন তোলেন, কোরআন বা হাদিসের কোথাও কি উল্লেখ আছে যে, বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত মিলবে আর না দিলে জাহান্নামে যেতে হবে? মুরাদের দাবি, ধর্মকে হাতিয়ার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসংযোগ বাড়ানো ও ভোটারদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
মুরাদ বলেন, জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি বিশ্বাস করেন। রাষ্ট্র সংস্কার নিয়ে তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের বিকাশের জন্য দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। বিএনপির সংস্কার পরিকল্পনা নতুন কিছু নয়, প্রায় আড়াই বছর আগেই এর রূপরেখা দিয়েছেন তারেক রহমান—বিএনপি সবসময় গণতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী।
ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এম. এ. জলিল। সভায় বিএনপি নেতা আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, হাজী লোকমান দেওয়ান, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, শাহজাহান হোসেন শিপু ও ইসমাইল হোসেন সুমনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।