ব্রাসেলসে মিশরীয় কর্মী আনাস হাবিব গ্রেপ্তার: সিসিকে হুমকির অভিযোগে তদন্ত শুরু

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৪৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৪৮:৩৮ অপরাহ্ন

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে হুমকি দেওয়ার অভিযোগে বেলজিয়ামে দুই মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় নিরাপত্তা সংস্থা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিশরীয় কর্মী আনাস হাবিব ও তার ভাই তারেক হাবিব। প্রেসিডেন্ট সিসির ব্রাসেলস সফরের সময় তাদেরকে হোটেল থেকে আটক করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো।
 

মিডল ইস্ট মনিটরসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মিশর-ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এখন বেলজিয়ামে অবস্থান করছেন প্রেসিডেন্ট সিসি। অভিযোগ রয়েছে, আনাস হাবিব তার গতিবিধি পর্যবেক্ষণ ও হুমকি দিচ্ছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে বেলজিয়ান পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে তাদের মোবাইল ফোন জব্দ করে।
 

স্থানীয় সূত্র বলছে, বেলজিয়াম কর্তৃপক্ষ এখন মিশরীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করছে, প্রকৃতপক্ষে হুমকিটির সঙ্গে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড জড়িত আছে কিনা তা যাচাই করার জন্য। তবে এখনো পর্যন্ত বেলজিয়াম সরকার কিংবা ব্রাসেলসে মিশরীয় দূতাবাস কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
 

এর আগেও আনাস হাবিবকে নেদারল্যান্ডসে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল স্থানীয় পুলিশ। তখন হেগে অবস্থিত মিশরীয় দূতাবাসে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যদিও তদন্ত শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
 

ইউরোপের বিভিন্ন শহরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিশরীয় দূতাবাসের সামনে গাজা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ চলছে, যা কায়রো সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। মিশর সরকার এই আন্দোলনগুলোকে "গাজায় ইসরাইলি সহিংসতা থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা" বলে অভিহিত করেছে। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, আনাস হাবিবের গ্রেপ্তার ভিন্নমত দমনের ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]