মাদাগাস্কারে সাবেক প্রেসিডেন্ট রজোয়েলিনার নাগরিকত্ব বাতিল, ভবিষ্যতে নির্বাচনে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৩২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৩২:০৪ অপরাহ্ন

মাদাগাস্কারের অন্তর্বর্তীকালীন সামরিক প্রশাসন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রজোয়েলিনার নাগরিকত্ব বাতিল করেছে। কর্তৃপক্ষের দাবি, রজোয়েলিনা ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন, যা দেশটির ১৯৬০ সালের নাগরিকত্ব আইনের পরিপন্থী। আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব মেনে নেওয়া হয় না, সেই কারণেই প্রশাসন তার মাদাগাস্কার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
 

দশকজুড়ে দেশটির রাজনীতিতে প্রভাবশালী এই নেতা সম্প্রতি সামরিক অভ্যুত্থান ও জেনারেশন জেডের নেতৃত্বে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। ক্ষমতা হারানোর মাত্র দশ দিন পরই এ সিদ্ধান্তে আসে অন্তর্বর্তীকালীন সরকার। ৫১ বছর বয়সী রজোয়েলিনা এখন থেকে আর কোনো জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য থাকছেন না—দেশটির নতুন প্রশাসন এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রজোয়েলিনার নাগরিকত্ব বাতিলের এই পদক্ষেপ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মাদাগাস্কারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিন্যাসেও এর প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]