এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৮৬৪, বহিষ্কার ৬২

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪১:২৮ অপরাহ্ন
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ জনকে।
 
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
 
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ জন। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১ জন। ১ হাজার ৬০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
এইচএসসিতে বহিষ্কৃত ৩৯ জনের মধ্যে রয়েছে—ঢাকা ৭, রাজশাহী ১, কুমিল্লা ৪, যশোর ২, চট্টগ্রাম ৫, সিলেট ২, বরিশাল ৫, দিনাজপুর ৬ ও ময়মনসিংহ ৭ জন।
 
আলিমের বাংলা প্রথম পত্রে ৭৯ হাজার ৫২৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ হাজার ৬৩১ জন, বহিষ্কৃত ৮ জন।
 
কারিগরি শিক্ষায় ৯৯ হাজার ২৮৯ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২ জন অনুপস্থিত এবং ১৫ জন বহিষ্কার হন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]