কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় ট্রাম্পের অসন্তোষ প্রকাশ

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:০২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:০২:২৯ অপরাহ্ন

কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই কানাডার নানা পদক্ষেপে অসন্তুষ্ট ছিলেন।

শুক্রবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হ্যাসেটের উদ্ধৃতি দিয়ে জানায়, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ট্রাম্পের ধৈর্য শেষের পথে। তিনি বলেন, “প্রেসিডেন্টের এই হতাশা হঠাৎ করে তৈরি হয়নি। আমি নিজেও কয়েকটি আলোচনায় উপস্থিত ছিলাম এবং দেখেছি বিষয়টি কতটা জটিল।”

কেভিন হ্যাসেট আরও বলেন, কানাডিয়ান প্রতিনিধিদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে, কিন্তু কানাডার ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। তার মতে, এটি শুধু একটি বিজ্ঞাপন বা চুক্তি ইস্যু নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক ও বাণিজ্যিক হতাশার প্রতিফলন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]