বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বাধিক বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মেধামূল্যায়নে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
তারেক রহমান বলেন, প্রতিটি মানুষের মধ্যেই একটি করে বিশেষ প্রতিভা লুকিয়ে থাকে, সেটিকে চিহ্নিত ও বিকশিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি শিক্ষার্থীদের যে বিষয়ে আগ্রহ ও দক্ষতা, সেই দিকেই তাদের পারদর্শী করে তুলতে কাজ করবে। কেউ যদি হাদিস বা কেরাতে, কেউ খেলাধুলায় বা অংকে ভালো হয়—তাদের প্রতিভা লালনে শিক্ষাব্যবস্থা সাজানো হবে।
তিনি আরও জানান, বিএনপি ইতোমধ্যে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” প্রস্তাবনায় শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি সময়োপযোগী শিক্ষা কাঠামো প্রণয়নে শিক্ষাবিদদের নিয়ে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যে সংস্কার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।