বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭,৯১৭ প্রার্থী

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৪:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৭,৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, যিনি বর্তমানে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
 
বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে সনদ পেতে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রথমে আইনের স্নাতক ডিগ্রিধারীদের একজন অভিজ্ঞ সিনিয়র আইনজীবীর অধীনে ন্যূনতম ছয় মাসের ইন্টিমেশন সম্পন্ন করতে হয়। এরপর তারা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারেন। এমসিকিউ উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় সফলরা শেষ ধাপে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে আইনজীবী হিসেবে সনদ প্রদান করে।
 
সনদপ্রাপ্তরা পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদান করে আনুষ্ঠানিকভাবে আইন পেশা শুরু করতে পারেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]