যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে গম আমদানি শুরু করল বাংলাদেশ

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এরই মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
 
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
 
সরকারি সূত্র বলছে, এই জিটুজি উদ্যোগে গম আমদানির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং আমদানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করা যাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]