
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
আদালত সূত্র জানায়, বিচারকের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের কার্যক্রম চলছে।
গত ২২ জুন উত্তরা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে এক মামলায় চার দিনের রিমান্ডে নেয়া হয় তাকে।
বিএনপির দায়ের করা ওই মামলায় সাবেক তিন সিইসি ও আরও ২৪ জনকে অভিযুক্ত করা হয়। মামলায় রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনি কারচুপির অভিযোগে তদন্ত চলমান রয়েছে।