ঢাকা জেলার মাথাপিছু আয় জাতীয় গড়ের দ্বিগুণের কাছে, দেশের অর্থনীতিতে আধিপত্য বজায়

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:১৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:১৮:৩৮ অপরাহ্ন

ঢাকা জেলা দেশের সবচেয়ে অর্থনৈতিকভাবে অগ্রসর অঞ্চল হিসেবে তার অবস্থান আরও শক্ত করেছে। সম্প্রতি প্রকাশিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার মাথাপিছু আয় এখন ৫ হাজার ১৬৩ ডলার—যা দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলারের প্রায় দ্বিগুণ।
 

সংগঠনটির ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে শনিবার জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১১ সালের তথ্যকে ভিত্তি ধরে ২০২৩–২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী ঢাকার এই আয় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিবিএস চলতি বছরের মে মাসে প্রকাশিত তথ্যে জানায়, ২০২৪–২৫ অর্থবছরে দেশের মোট মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৮২০ ডলারে। আগের অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৮২ ডলার।
 

ইতিপূর্বে সর্বোচ্চ মাথাপিছু আয়ের রেকর্ড ছিল ২০২১–২২ অর্থবছরে, যা ছিল ২ হাজার ৭৯৩ ডলার। তবে বিবিএস সাধারণত জেলাভিত্তিক আয় প্রকাশ করে না; এবার প্রথমবারের মতো ডিসিসিআই ঢাকার আয়সংক্রান্ত বিশ্লেষণ জানিয়েছে।
 

ডিসিসিআই জানায়, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশ এবং মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশই ঢাকাভিত্তিক। অর্থনৈতিক কর্মকাণ্ডের ত্রৈমাসিক মূল্যায়ন করতে সংগঠনটি গবেষণা পরিচালনা করেছে, যাতে ঢাকার বাণিজ্যিক কাঠামো, উৎপাদন ও সেবা খাতের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
 

প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে তৈরি হয়। এতে উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জন অংশগ্রহণকারীর মতামত সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা যায়, ঢাকায় দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ এবং শহর এলাকার ৩২ শতাংশ মানুষ বসবাস করে—যা এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ নগরাঞ্চল। এছাড়া বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৪০ শতাংশই ঢাকা অঞ্চল থেকে আসে বলে জানায় ডিসিসিআই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]