বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৭:১৯ অপরাহ্ন

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরগুনা ও পটুয়াখালী জেলায় মৃত্যুর এ ঘটনাগুলো ঘটে। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হলো।
 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, “নতুন দুই মৃত্যু নিয়ে এ বছর বিভাগে মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরগুনা জেলায়, মোট ১৫ জন।”
 

নিহতরা হলেন—বরগুনা সদর উপজেলার নয়াকাটা এলাকার বাসিন্দা মুনসুর (৪০) এবং পটুয়াখালী সদরের জমুরা গ্রামের হিমেল (১৮)। মুনসুর বরগুনা জেনারেল হাসপাতালে এবং হিমেল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭১ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১২ জন।
 

চলতি বছর ডেঙ্গুতে বরগুনায় মারা গেছেন ১৫ জন, পটুয়াখালী জেলায় তিনজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকেরই ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখার উদ্যোগ নিতে হবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]