ঝালকাঠিতে জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:১২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:১২:৪৬ অপরাহ্ন

ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় আমির নির্বাচনে স্থানীয় রোকনদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সদস্যদের অংশগ্রহণে এ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়।
 

শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জামায়াতের সদস্য সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্মেলনে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট যেন বিভক্ত না হয়, সে জন্য সংগঠিতভাবে প্রচারণা চালানো হবে। তারা উল্লেখ করেন, সাধারণ মানুষের সমর্থনই এবার ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বক্তাদের আশা, জনগণ নীতিনিষ্ঠ নেতৃত্ব বেছে নেবে এবং জামায়াতের পক্ষে আস্থা প্রকাশ করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]