ইসরাইলের ড্রোন হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার, উত্তেজনা বেড়েছে দক্ষিণ লেবাননে

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:৫৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৫৭:২৫ অপরাহ্ন
 

দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে নাবাতিহ শহরের কাছে তুল এলাকায় গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
 

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কার্কি হিজবুল্লাহর যুদ্ধ সক্ষমতা পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তিনি দক্ষিণ লেবাননে অস্ত্র পরিবহন ও সংরক্ষণের তত্ত্বাবধানের দায়িত্বেও ছিলেন। আইডিএফের দাবি, এসব কর্মকাণ্ড ইসরাইল-লেবানন সমঝোতা লঙ্ঘন করেছে।
 

অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রাণহানি ও দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার কার্কি আছেন কি না, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
 

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়। সরকারি তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১৪ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইল দক্ষিণ লেবাননের কয়েকটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং মাঝে মধ্যেই সেখানে নতুন হামলা চালাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]