পৃথিবীর দুটি চাঁদ নয়, আবিষ্কৃত হয়েছে নতুন ‘কোয়াসি-মুন’ ২০২৫ পিএন৭

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:১১:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:১৩:৩৬ পূর্বাহ্ন

পৃথিবীর আকাশে নাকি এখন দুটি চাঁদ!—সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমজুড়ে এমন দাবিই ছড়িয়ে পড়েছে, কিছু গণমাধ্যমও তা উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে। বলা হচ্ছে, পৃথিবীতে এখন দুটি চাঁদ রয়েছে, যা ২০৮৩ সাল পর্যন্ত থাকবে। তবে বাস্তবে এই দাবি সত্য নয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এমন কোনো ঘোষণা দেয়নি।
 

১ অক্টোবর যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম স্থগিত হওয়ায় নাসা তাদের সব জনসংযোগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফলে, সংস্থাটি “দ্বিতীয় চাঁদ” বা “নতুন উপগ্রহ” নিশ্চিত করেছে—এমন কোনো সরকারি বিবৃতি বা প্রমাণ পাওয়া যায়নি।
 

আসলে বিষয়টি সম্পর্কিত একটি নতুন জ্যোতির্বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে। বিজ্ঞানীরা সম্প্রতি ‘২০২৫ পিএন৭’ নামের একটি মহাকাশীয় বস্তু শনাক্ত করেছেন, যা সূর্যের চারপাশে পৃথিবীর মতো কক্ষপথে ঘুরছে। এই শ্রেণির বস্তুকে বলা হয় ‘কোয়াসি-মুন’ বা আধা-চাঁদ—যা প্রকৃত চাঁদ নয়, বরং সূর্যকে প্রদক্ষিণরত একটি গ্রহাণু, যা দীর্ঘ সময় ধরে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে।
 

গবেষকদের মতে, ২০২৫ পিএন৭ প্রায় ৬০ বছর ধরে পৃথিবীর সঙ্গে প্রায় সমান্তরালভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এই সম্পর্ক ২০৮৩ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর এটি ধীরে ধীরে দূরে সরে যাবে। অর্থাৎ এটি পৃথিবীর স্থায়ী উপগ্রহ নয়।
 

গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান, এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এলে প্রায় ১ লাখ ৮৬ হাজার মাইল দূরত্বে অবস্থান করে, যা চাঁদের গড় দূরত্ব (২ লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল)-এর চেয়ে কিছুটা কম। বর্তমানে টেলিস্কোপ দিয়ে এটি কেবল তখনই শনাক্ত করা যায়, যখন এটি পৃথিবীর খুব কাছাকাছি আসে।
 

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ পিএন৭-এর আবিষ্কার পৃথিবীর “দ্বিতীয় চাঁদ” প্রমাণ করে না, বরং সৌরজগতের গতিশীল কাঠামো ও ক্ষুদ্র গ্রহাণুদের চলাচল নিয়ে নতুন গবেষণার দিগন্ত উন্মোচন করে। এখন পর্যন্ত পৃথিবীর সঙ্গে এভাবে চলা মোট আটটি কোয়াসি-মুন শনাক্ত হয়েছে।
 

অতএব, পৃথিবীতে দুটি চাঁদ থাকার দাবিটি বিভ্রান্তিকর; এটি বাস্তবে একটি বৈজ্ঞানিক ভুল ব্যাখ্যার ফল, যা সামাজিক মাধ্যমে অতিরঞ্জিতভাবে প্রচারিত হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]