রাজধানীর শাহবাগে হাইকোর্টের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই হামিদুল আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাইকোর্ট এলাকায় থাকতেন। তার নাম ও পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
প্রতিদিন রাজধানীর ব্যস্ত সড়কে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে, যা পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সড়কে দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন নাগরিকরা।