যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি চরমভাবে অবনত হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, অঞ্চলে খাদ্যাভাব এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ‘বিপর্যয়কর’ ছাড়া অন্য কোনোভাবে বর্ণনা করা যায় না। হাসপাতাল ও ত্রাণকেন্দ্রগুলোতে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দিন দিন বাড়ছে, ফলে স্থানীয় জনগণ টিকে থাকার জন্য সংগ্রাম করছে।
ডব্লিউএইচও বলছে, অবরুদ্ধ এলাকায় সামান্য ত্রাণ পৌঁছালেও তা মোটেও যথেষ্ট নয়। হাজারও শিশু ও নারী অপুষ্টিতে ভুগছে, অনেক স্থানে বিশুদ্ধ পানির অভাব ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে। যুদ্ধবিরতির ঘোষণার পরও নিরাপত্তাহীনতা, অবকাঠামোগত ধ্বংস এবং সরবরাহ শৃঙ্খলার ভাঙনের কারণে ত্রাণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না।
সংস্থার মতে, গাজায় কয়েক মাসের সংঘাতের ফলে স্বাস্থ্যব্যবস্থা কার্যত স্থবির হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে টেকসই সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও, যাতে লাখো ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত মৌলিক জীবিকা ও চিকিৎসা সহায়তা পায়।